বাংলাদেশে দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড

বাংলাদেশে দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড

বাংলাদেশের সাম্প্রতিককালের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাতে অনিশ্চয়তার মুখে পড়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত চলে যায় সংযুক্ত আরব-আমিরাতের ভেন্যুতে।এবার বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

গতকাল বিসিবি নতুন সভাপতি পেলেও ভ্রমণ সতর্কতার কারণে বাংলাদেশে সিরিজ খেলতে আসতে পারছে না নিউজিল্যান্ড 'এ' দল।  ২টি চার দিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে নিউজিল্যান্ড 'এ' দলের আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল। সিরিজের ভেন্যু নির্ধারণ করা হয়েছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। কিন্তু এবার তারা আসছে না। 

৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়ে রেখেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশগুলো তাদের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। আজ রাতে দেশের একটি পত্রিকাকে এ বিষয়ে বলেন, ‘ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।’