সাদমানের ৭ রানের আক্ষেপ

সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়েও তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছোঁয়া হলো না সাদমান ইসলামের। ব্যক্তিগত ৯৩ রানে আউট হয়ে গেছেন তিনি।

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে দারুণ ব্যাটিং করছিলেন বাঁহাতি ওপেনার সাদমান। মুমিনুল হককে সঙ্গে নিয়ে প্রথম সেশনটা নিজেদের করেন। দ্বিতীয় সেশনেও ছিলেন সাবলীল। কিন্তু শেষ পর্যন্ত ‘নার্ভাস নাইন্টি’র শিকার তিনি।

প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারালেও সাদমান ইসলাম ও মুমিনুল হক দারুণ খেলেন। মুমিনুল দ্বিতীয় সেশনের শুরুতেই ফিরে যান। ৭৬ বলে ৫০ রান করে খুররম শেহজাদ বলে বোল্ড হন তিনি। সাদমানের সঙ্গে তৃতীয় উইকেটে তিনি যোগ করেন ৯৪ রান।

এরপর মুশফিকুর রহিমকে নিয়ে এগুতে থাকেন সামদান। কিন্তু মোহাম্মদ আলির বলে বোল্ড হতে হয় তাকে। ১৮৩ বলে ১২ চারে ৯৩ রানের ইনিংসটি খেলেন সাদমান। মুশফিকের সঙ্গে তার জুটি ৫২ রানের।

সাদমান আউটের সঙ্গে সঙ্গে দ্বিতীয় সেশন শেষ হওয়ার ঘোষণা আসে। এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৬ ওভারে ১৯৯/৪। মুশফিক ১৫ রানে অপরাজিত। চা বিরতির পর নতুন ব্যাটারকে নিয়ে নামবেন তিনি।

পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল। বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ২৪৯ রানে।