১৬ বছর পর ফিরছে ‘৬ দিনের টেস্ট’, মুখোমুখি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
ক্রিকেটের সবথেকে ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সংস্করণ টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবে টেস্ট খেলা হয় ৫ দিনে। তবে এবার দেখা মিলছে ভিন্ন চিত্র, সাদা পোশাকের এই ম্যাচ আয়োজিত হবে ৬ দিনে, শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের আসন্ন সিরিজের প্রথম ম্যাচটি হবে ৬ দিনে। যদিও এমন ঘটনা এবারই প্রথম নয়।
গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গলে। এই ম্যাচ ১৮ সেপ্টেম্বর শুরু হবে। ৫ দিন খেলা হলে ম্যাচটি শেষ হওয়ার কথা ২২ সেপ্টেম্বর। তবে মাঝের একদিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর এই ম্যাচের খেলা হবে না।
মূলত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। এ কারণে সেদিন খেলা হবে না। ২১ সেপ্টেম্বর তাই বিশ্রাম দিবস হিসেবে রাখা হয়েছে।
এদিকে ৬ দিনের টেস্টের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ঢাকা টেস্টেও এমন ঘটনা ঘটেছিল। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের সংসদ নির্বাচনের কারণে সেদিন রেস্ট ডে রাখা হিয়েছিল।
এছাড়াও ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার একটি টেস্ট ম্যাচেও এমন ঘটনা ঘটেছিল। লঙ্কানদের ধর্মীয় এক উৎসবের কারণে সেদিন রেস্ট ডে রাখা হয়েছিল। অবশ্য গত শতাব্দীতে ইংল্যান্ডে ৬ দিনের টেস্ট ম্যাচ হরহামেশাই খেলতো, সেখানে রবিবার বিশ্রাম দিবস হিসেবে রাখা হতো।