১১৭ রানের লিড বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
শনিবার টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৫৬৫ রান যোগ করে সফকারীরা। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল।
চতুর্থ দিনের খেলা এখনও ২১ ওভার বাকি। অর্থাৎ এখন পাকিস্তান দ্বিতীয় ইনিংস শুরু করবে।
বাংলাদেশকে এদিন বড় সংগ্রহ এনে দিতে প্রধান ভূমিকা রাখেন মুশফিকুর রহিম। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সর্বোচ্চ ১৯১ রানে থামেন তিনি।
মেহেদেী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রান যোগ করেন মুশফিক। নবম ব্যাটার হিসেবে আউট হওয়া মিরাজ করেন ৭৭ রান।
মুশফিকের সেঞ্চুরি ও মিরাজের ফিফটি ছাড়াও বাংলাদেশের ইনিংসে ফিফটি রয়েছে আরও তিনটি। ওপেনার সাদমান ইসলাম ৯৩, মুমিনুল হক ৫০ ও লিটন দাস ৫৬ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের পক্ষে সর্বাধিক ৩ উইকেট পেয়েছেন নাসিম শাহ। ২টি করে উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলি। সাইম আইয়ুবের শিকার ১টি।