রাওয়ালপিন্ডিতে উঁকি দিচ্ছে বড় স্বপ্ন

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের আর একটি দিন অর্থাৎ তিন সেশন বাকি। এখান থেকে ম্যাচের সবচেয়ে সম্ভাব্য ফল ড্র। তবে প্রথম সকালে বোলাররা দারুণ কিছু করতে পারলে জয়ও ধরা দিতে পারে টাইগারদের। সেই বড় স্বপ্ন নিয়েই আসলে রবিবার নতুন দিন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।

আজ শনিবার টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৫৬৫ রান যোগ করে সফকারী বাংলাদেশ। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। ফলে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ।

মুশফিকের ব্যাট থেকে আসে ১৯১ রানের নান্দনিক ইনিংস। মেহেদী হাসান মিরাজ খেলেন ৭৭ রানের ইনিংস। এছাড়া বাংলাদেশের ইনিংসে ফিফটি রয়েছে আরও তিনটি। ওপেনার সাদমান ইসলাম ৯৩, মুমিনুল হক ৫০ ও লিটন দাস ৫৬ রানের ইনিংস খেলেন।

বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ২৩ রান করেছে পাকিস্তান। সাইম আইয়ুবকে (১) শুরুতেই ফিরিয়ে দিয়েছেন শরিফুল ইসলাম। আব্দুল্লাহ শফিক ১২ ও অধিনায়ক শান মাসুদ ৯ রানে অপরাজিত আছেন।