বাংলাদেশের জয়ের আশা বাড়ছে
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
রবিবার দিনের প্রথম সেশনে প্রতিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ফলে ৬ উইকেটে ১০৮ রান নিয়ে লাঞ্চে গেছে স্বাগতিকরা।
এখনও বাংলাদেশের থেকে ৯ রানে পিছিয়ে পাকিস্তান। দিনের খেলা এখনও পুরো দুই সেশন বাকি। দ্রুত প্রতিপক্ষের বাকি ৪ উইকেট তুলে নিতে পারলে এই টেস্ট বাংলাদেশের জয় অসম্ভব কিছু নয়।
বরং টেস্টের বর্তমান যে চিত্র, তাতে বাংলাদেশ জয় না পেলে সেটা হবে ব্যর্থতা।
১ উইকেটে ২৩ রান নিয়ে নতুন দিন শুরু করেছিল পাকিস্তান। প্রথম সকালেই শান মাসুদকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে আশার সঞ্চার করেন হাসান মাহমুদ।
ওপেনার আব্দুল্লাহ শফিকের সঙ্গে এরপর যোগ দেন বাবর আজম। বাবরকে ব্যক্তিগত ২২ রানে বোল্ড করে দুজনের ৩৮ রানের জুটি ভাঙেন নাহিদ রানা। পরের ওভারে সৌদ শাকিলকে তুলে নেন সাকিব আল হাসান। শাকিল রানের খাতাই খুলতে পারেননি।
আব্দুল্লাহ শফিক এবং রিজওয়ান এরপর এগিয়ে নিচ্ছিলেন দলকে। শফিককে ফিরিয়ে দুজনের ৩৭ রানের জুটি ভাঙেন সাকিব। শফিক ৮৬ বলে ৩৭ রান করেন। পরের ওভারেই আগা সালমানকে গোল্ডেন ডাকের স্বাদ নেন মেহেদী হাসান মিরাজ। তাতে ৬ উইকেটে ১০৫ রানে পরিণত হয় পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ২ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাকিব।