ইতিহাস গড়তে বাংলাদেশের লক্ষ্য ৩০ রান

ছবি: পিসিবি

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেতে ৩০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। হাতে প্রায় দেড় সেশনের মতো সময়। বাংলাদেশ তাই ইতিহাস গড়ার দূয়ারে বলাই যায়।

রবিবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৪৬ রানেই থামিয়ে দিয়েছে বাংলাদেশ।

পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল। বিপরীতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানের সংগ্রহ গড়ে। ফলে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ।

বাংলাদেশের এই লিডটা পেরিয়ে যেতেই ঘাম ছুটেছে পাকিস্তানের। মোহাম্মদ রিজওয়ানের লড়াইয়ের সুবাদে বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে নামাতে পারছে স্বাগতিকরা। রিজওয়ান ৮০ বলে ৫১ রান করে নবম ব্যাটার হিসেবে আউট হন।

৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজ। ৩ শিকার ধরেন সাকিব আল হাসান। ১টি করে উইকেট নিয়েছেন তিন পেসার- শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।