ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হলো দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হলো দক্ষিণ আফ্রিকা

য়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সাদা পোশাকে সিরিজ জিতে নিলেও সাদা বলের ক্রিকেটে ধবলধোলাই হতে হয়েছে প্রোটিয়াদের। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হারের পর গতকাল তৃতীয় ম্যাচেও পরাজিত হয়েছে এইডেন মার্করামের দল। ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আইনে ৯.২ ওভারেই ৮ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ম্যাচে ৩০ রানে জিতে ক্যারিবীয়রা। ধবলধোলাই করার লক্ষ্য নিয়ে মাঠে নেমে গতকাল টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।

বৃষ্টির কারণে গতকাল সিরিজের শেষ ম্যাচটি নেমে এসেছিল ১৩ ওভারে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। সফরকারীদের হয়ে গতকাল বিধ্বংসী ইনিংস খেলেছেন ট্রিস্টান স্টাবস। ১৫ বল খেলে ৫ চার আর ৩ ছয়ে ৪০ রান করেন তিনি।

এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়দের। প্রথম ওভারেই আউট হন ওপেনার আলিক আথাঞ্জি। তবে শুরুতেই উইকেট হারালেও গতকাল ক্যারিবীয়দের পথ দেখিয়েছেন শাই হোপ, নিকোলাস পুরাণ, শিমরান হেটমায়াররা।

শাই হোপ কাল খেলেছেন ২৪ বলে ৪২ রানের দুর্দান্ত এক ইনিংস। ১ চার এবং ৪ ছয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। দলকে জেতাতে এদিন হোপকে সঙ্গ দিয়েছেন পুরাণ এবং হেটমায়ার। ১৩ বলে ২ চার আর ৪ ছয়ে ৩৫ রানের ইনিংস খেলে আউট হন পুরাণ। এরপর ক্রিজে নেমে ১৭ বলে ৩১ রান করেন হেটমায়ার। ফলে ৯.২ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। প্রোটিয়াদের হারিয়ে রোমারিও শেফার্ড বলেন, ‘যে দলটা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে, তাদের সব ম্যাচে হারানো দুর্দান্ত।’