ভারত বিশ্বকাপের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে আনতে চান বিসিবি সভাপতি

ভারত বিশ্বকাপের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে আনতে চান বিসিবি সভাপতি

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাজে ভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টাইগারদের এমন হতাশাজনক পারফর্ম্যান্সের কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। ক্রিকেটার, কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলে সেই প্রতিবেদন জমা দিয়েছে সেই কমিটি। তবে ১ বছর পরেও সেই রিপোর্ট এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রতিবেদন প্রকাশ করার ঘোষণা দিলেন ফারুক আহমেদ। 

ফারুক আহমেদ বলেন, ‘বিশ্বকাপের রিপোর্ট প্রকাশ না করার ব্যাপারটি একদমই অযৌক্তিক। অবশ্যই আমি প্রতিবেদন আনতে চাই জনসম্মুখে। আমি যেহেতু এটার পার্ট না, আমি এটা প্রকাশ করতে তো কোনো সমস্যা নেই। আমি এটা প্রকাশ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘শেষ বিশ্বকাপের প্রতিবেদন ছিল, তার আগের কিছু রিপোর্ট ছিল। সেগুলো আমি দেখতে চাই বলেছি আমি সিইওকে। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত।’

এর আগে ভারত বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার জন্য দায়ী বিসিবির দুই পরিচালক, এমনটা সে সময় গণমাধ্যমে উঠে এসেছিলো। যার জন্য  অস্বস্তিতে ফেলেছিল মূল্যায়ন কমিটিকেও। এছাড়াও টুর্নামেন্টে টাইগারদের ব্যাটিং অর্ডারে প্রতিনিয়ত রদবদলের জন্য প্রধান কোচ এবং অধিনায়ক একে অপরকে দায়ী করেছেন বলেও জানা গেছে।

 তবে গত ৯ মার্চ শনিবার বিসিবির সভাশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন। সেখানে তিনি জানিয়েছেন, বোর্ডের দু পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ ওঠেছে তা সত্য নয়।

পাপন বলেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিছু নেই। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’