প্রথম দিনের খেলা বৃষ্টিতে পণ্ড

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে।

শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু খেলার টসটাও হতে পারেনি এদিন। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সময় দুপুর ১টার পর প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে ম্যাচের বাকি দিনগুলোতে ত্রিশ মিনিট করে অতিরিক্ত খেলা হতে পারে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে আছে। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিনও বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবে সেদিন ৪১ ওভার খেলা হতে পেরেছিল।

প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে যা বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের রেকর্ড।

এবার সেই পাকিস্তানের বিপক্ষেই সিরিজের জয়ের স্বপ্ন নিয়ে দ্বিতীয় টেস্টের লড়াইয়ে নামার জন্য প্রস্তুত নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।