রাওয়ালপিন্ডিতে বাড়ছে আশা

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের দাপট অব্যাহত রয়েছে। সুবাদে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনাও উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হচ্ছে।

রাওয়ালপিন্ডিতে সোমবার চতুর্থ দিনের খেলা চলছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। এদিন প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নিয়ে প্রথম সেশনটা নিজেদের করে নেয় সফরকারী বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত পাকিস্তান ৩০ ওভারে ৬ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে। তাতে ১২৯ রানে এগিয়ে ছিল তারা।

মধ্যাহ্ন বিরতি শেষে খেলা আবার শুরু হয়েছে। পাকিস্তান তাদের লিড কতটা এগিয়ে নিতে পারে, সেটাই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারনে ভূমিকা রাখবে।

প্রথম সেশনে পাকিস্তানের ৪ উইকেটের তিনটিই তুলে নিয়েছেন নাহিদ রানা। আগুনে বোলিংয়ে পরপর তিন ওভারে শান মাসুদ, বাবর আজম ও সাউদ শাকিলকে ফিরিয়েছেন তরুণ এই পেসার।

প্রথম টেস্ট জেতায় সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ অন্তত ড্র হলেও সিরিজ জিতবে টাইগাররা।