জয়ের দুয়ারে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়ের দুয়ারে বাংলাদেশ। ফলে নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে টাইগাররা।

সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে যা ছিল টাইগারদের প্রথম জয়। এখন দ্বিতীয় ম্যাচটাও জিতলে পাকিস্তানকে টেস্টে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ দেবে বাংলাদেশ। সেটাও পাকিস্তানেরই মাটিতে।

এখন পর্যন্ত দেশের বাইরে সিরিজ জয়ের কৃতিত্ব বাংলাদেশের টেস্ট ইতিহাসে আছে একটিই। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় এসেছিল ২-০ ব্যবধানে। দেশের বাইরে বাংলাদেশের এক সিরিজে দুটি টেস্ট জয়ের নজির সেটাই প্রথম।

প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে বাংলাদেশ করে ২৬২ রান। যদিও এক পর্যায়ে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।

এরপর ঘরের মাঠে সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান। গতকাল সোমবার ম্যাচের চতুর্থ দিনে ১৭২ রানে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয়। বাংলাদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায়- ১৮৫।

আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা বন্ধ হয় দ্রুত। বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৩। জয়ের জন্য আর ৩২ রান চাই তাদের। মুশফিক ১১ রান নিয়ে উইকেটে। মুমিনুল হক আউট হয়ে যাওয়ায় সাকিব মাত্র উইকেটে এলেন।