না ফেরার দেশে হকির ‘ওস্তাদ ফজলু’
দেশের হকির নিবেদিত প্রাণ সংগঠক ও তৃণমূলের হকি খেলোয়াড় তৈরির কারিগর ফজলুল হক আর নেই। আজ (বুধবার) সকালে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।
পুরান ঢাকার এই হকি ব্যক্তিত্ব ‘ওস্তাদ ফজলু’ নামেই ছিলেন সমাধিক পরিচিত। জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে নিজ বাসার বারান্দায় হঠাৎ পড়ে যান তিনি। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চিকিৎসকেরা।
আজ বাদ আসর পুরান ঢাকার আরমানিটোলা তারা মসজিদে তার জানানা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
দেশের হকিতে অনেক অনেক রত্ন উপহার দিয়েছেন ‘ওস্তাদ ফজলু’। সুপারস্টার রফিকুল ইসলাম কালাম, মাকসুদ আলম হাবুল, রাসেল মাহমুদ জিমি থেকে হালের নাঈম-আরশাদরা ওঠে এসেছেন তার ধরেই।
‘ওস্তাদ ফজলু’ নিজেও খেলোয়াড় ছিলেন। জাতীয় দলে কখনো খেলা না হলেও ঘরোয়া হকিতে খেলেছেন ২০০৫ সাল পর্যন্ত।
তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।