বেনজীর ও আবদুল্লাহ আল মামুনকে অপসারণ

ক্রীড়াঙ্গনে সংস্কার কার্যক্রম শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যার অংশ হিসেবে একসঙ্গে দেশের দুটি শীর্ষ ক্রীড়া ফেডারশনের সভাপতিকে অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে আরও একটি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়ে জারি হয়েছে প্রজ্ঞাপণ।

অপসারিত হওয়া দুজন হলেন- কাবাডি ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ। দুজনই পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং নানা কাণ্ডে আলোচিত-সমালোচিত।

এ ছাড়া অব্যাহতি দেওয়া হয়েছে ব্রীজ ফেডারেশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে। সম্প্রতি এই তিনজনকে নিয়ে সিদ্ধান্ত জানিয়ে আলাদা তিনটি প্রজ্ঞাপণ জারি করে মন্ত্রণালয়।

এদিকে সরিয়ে দেওয়া হয়েছে কাবাডির সাধারন সম্পাদক পদে থাকা সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকেও। ফলে কাবাডিতে এই মুহূর্তে সভাপতি ও সাধারণ সম্পাদক, দুই পদই ফাঁকা। কার্যত কাবাডি ফেডারেশন এখন অভিভাবকশূন্যই বলা চলে।