মোরছালিনের গোলে বাংলাদেশের জয়
চ্যালেঞ্জ ছিল অনেক। সেই সব চ্যালেঞ্জ সামলে ভুটান সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গোল করে দলকে এই জয়টা এনে দিয়েছেন তরুণ তারকা শেখ মোরছালিন।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়াম আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছিল খেলাটি। বাংলাদেশ জিতেছে ১-০ গোলে।
প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর ম্যাচে সেই অর্থে কোনো দলই সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। ম্যাড়ম্যাড়ে একটি ম্যাচ হয়েছে।
এই ভেন্যুতে ৮ বছর আগে সবশেষ খেলেছিল বাংলাদেশ। ২০১৬ সালের ১০ অক্টোবর এশিয়ান কাপের প্লে অফ ম্যাচটি ৩-১ গোলে হারে বাংলাদেশ। এখন পর্যন্ত যা ভুটানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র পরাজয়।
এতদিন ওই হারটি বাংলাদেশ ফুটবলের অন্যতম ক্ষত হয়েছিল। এদিনের জয়ে সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল বলতে হবে।
এখন পর্যন্ত ভুটানের বিপক্ষে ১৫ দেখায় বাংলাদেশের এটি ১২তম জয়। অন্য তিন ম্যাচের মধ্যে দুটি ড্র হয়েছে, একটিতে হেরেছে বাংলাদেশ। আগামী রবিবার দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।