শেষ মুহূর্তের গোল হজমে হারল বাংলাদেশ

শেষ মুহূর্তের গোল হজমে হারল বাংলাদেশ

ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলের গোলরক্ষকের দৃঢ়তা ও গোলপোস্টের সামনে গিয়ে দুর্বল ফিনিশিংয়ে অবশ্য হয়নি লক্ষ্যভেদ। দ্বিতীয়ার্ধে কমে যায় বাংলাদেশের আক্রমণের ধার। খেলার শেষ মুহূর্তের গোল হজমে ১-০ ব্যবধানে ভুটানের কাছে হেরে যায় হ্যাভিয়ের ক্যাবরেরার দল। 

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় খেলাটি শুরু হয়। অতিথি দলের শুরুর একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। গোড়ালির চোটের কারণে ফরোয়ার্ড রাকিব হোসেনের ছিটকে যাওয়ার খবর আগেই জানানো হয়েছিল। তার পরিবর্তে আজ খেলতে নামেন শাহরিয়ার ইমন। রক্ষণভাবে আনা হয় একটি বদল। বিশ্বনাথ ঘোষের জায়গায় ঈসা ফয়সালকে শুরুতে মাঠে দেখা যায়।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে শুরুর একাদশে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন। অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছেন মিডফিল্ডার সোহেল রানা।  

গোলের একাধিক সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা রক্ষণভাগ সামলে বেশ কয়েকবার আক্রমণে উঠেছিল স্বাগতিকরা। গোলের সুযোগও তৈরি হয়েছিল। গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় প্রথমার্ধে বাংলাদেশ জাল অক্ষত রাখে ।

দ্বিতীয়ার্ধে ভুটানের আক্রমণের ধার বাড়ে। অধিকাংশ সময় সফরকারী দলকে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়। বাংলাদেশের ফুটবলাররা কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে প্রবেশ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি।

নির্ধারিত সময় শেষে ড্রয়ের পথে এগিয়ে যেতে থাকা ম্যাচে আকস্মিকভাবে মেলে গোলের দেখা। যোগ করা সময়ের প্রথম মিনিটে সতীর্থের ক্রসে ডি বক্সে থাকা বদলি খেলোয়াড় কিংগা ওয়াংচুক ডান পায়ের ভলিতে বল জালে জড়ান। তাতে হতাশার হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।   

এর আগে গত ৫ সেপ্টেম্বর সিরিজের প্রথম খেলায় স্বাগতিকদের বিপক্ষে একমাত্র গোলের জয় পায় বাংলাদেশ। ১০ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ম্যাচে জিতেছিল লাল-সবুজের দল।