বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলংকা ‘এ’ দল

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলংকা ‘এ’ দল

শ্রীলংকা নারী ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ নারী দল। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করেছিল স্বাগতিক শ্রীলংকা। জবাবে বাংলাদেশের মেয়েরা ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ১১৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই রানআউটে কাটা পড়েন ওপেনার শামিমা সুলতানা। ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান যোগ করেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। ৩৪ বলে ৪৭ রান করে দিলারা আক্তার আউট হলে ভাঙে এই জুটি। তৃতীয় উইকেট জুটিতে আসে মাত্র ৫ রান। ৩৪ বলে ৩০ রান করে আউট হন মুর্শিদা খাতুন। 

৩ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের রান তখন ৮২। এরপর আর কোনও বিপদ ঘটতে দেননি নিগার সুলতানা ও রিতু মনি। ২১ বলে ২৪ রানে নিগার সুলতানা ও ১৬ বলে ১১ রানে রিতু মনি অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশের মেয়েরা। উল্লেখ্য, এটি মূলত ওয়ানডে ম্যাচ হলেও বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভারে নেমে আসে।