পাকিস্তানের জার্সিতেও খেলেছিলেন শচীন
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার পাকিস্তানের জার্সিতেও খেলেছিলেন। হ্যাঁ, যে কাউকেই এই তথ্য বিস্মিত করতে বাধ্য। পাকিস্তান ক্রিকেটেই শুধু ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী নয়, রাজনৈতিক সম্পর্কও দিক থেকেই এই দুই দেশ রীতিমতো বিভাজিত। কিন্তু অবাক করা হলেও সত্য যে ক্রিকেট জীবনের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হয়েই খেলেছিলেন শচীন।
ঘটনা ১৯৮৭ সালের। শচীনের বয়স তখন ১৫। সেবার ভারত সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। ইমরান খানের নেতৃত্বাধীন দলের দুই সদস্য জাভেদ মিয়াঁদাদ ও আব্দুল কাদির লাঞ্চের জন্য মাঠের বাইরে ছিলেন। ইমরানের তখন বদলি ফিল্ডার প্রয়োজন ছিল। সেই সময় তরুণ শচীন পাকিস্তানের জার্সিতে ফিল্ডিংয়ে নামেন।
মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম এমন ঘটনার সাক্ষী থেকেছিল। তখনও ভারতের হয়ে অভিষেক হয়নি শচীনের। প্রতিপক্ষ দলের হয়েই ফিল্ডিংয়ে নামাটা অস্বস্তিকর হলেও তরুণ শচীনের জন্য সেটি ছিল অভিজ্ঞতা সঞ্চয়ের মঞ্চ। শচীনের তার আত্মজীবনীতে এই ঘটনার উল্লেখ করেছেন।