শরীফুলের জায়গায় জাকেরকে নিয়ে ভারত যাচ্ছে বাংলাদেশ
ভারত সফরের দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত ১৬ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।
সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকাদের মধ্যে একমাত্র পেসার শরীফুল ইসলাম নেই চোটের কারণে। শরীফুলের জায়গাতেই জাকেরকে নেওয়া হয়েছে।
পাকিস্তান সফরে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সাফল্যের গল্প লিখে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দেয় নাজমুল হোসেন শান্তর দল।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে কুঁচকির চোটে পড়েন শরীফুল। যে কারণে একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। পুরোপুরি সেরে না ওঠায় এবার যেতে পারছেন না ভারত সফরে।
শরীফুলের জায়গায় ডাক পাওয়া জাকের টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকলেও দেশের হয়ে এরই মধ্যে ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৯টি। শরিফুলের জায়গায় জাকেরের অন্তর্ভুক্তি মানে একজন বোলার কমিয়ে ব্যাটসম্যান বেশি নিয়ে ভারত যাচ্ছে বাংলাদেশ।
আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) টেস্ট স্কোয়াডের সদস্যরা ভারত পাড়ি দেবেন। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। দুটি ম্যাচই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। টি-টোয়েন্টি স্কোয়াড পরে ঘোষণা করা হবে।
বাংলাদেশ দল সবশেষ ভারত সফর করেছিল ২০১৯ সালে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ও দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরেছিল ২-০ ব্যবধানে।
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।