শ্রীলঙ্কায় মেয়েদের সিরিজ জয়
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী ‘এ’ দল জয় ধারা অব্যাহত রেখেছে। টানা তিন ম্যাচে জয় তুলে নেওয়ার মধ্য দিয়ে সিরিজ জয়ও নিশ্চিত করেছে সফরকারীরা। যদিও প্রথম দুই ম্যাচে সহজ জয় ধরা দিলেও তৃতীয় ম্যাচে জয় পেতে বেশ কষ্টই করতে হয়েছে তাদের।
রবিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের দেওয়া ৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ তে থামে স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাট করে সাথী রানীর ২৬ ও রিতু মনির অপরাজিত ২৫ রানে ৯ উইকেটে ৯৭ রান করেছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। জবাব দিতে নামা শ্রীলঙ্কাকে ৮৭ রানে থামাতে ২টি করে শিকার ধরেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
নামে বাংলাদেশ ‘এ’ দল হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সফরের দল গড়া হয়েছে মূলত জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে এগিয়ে বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে মেয়েরা।