চেন্নাই পৌঁছেছেন শান্তরা
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই শহরেরই ভেন্যু চিদাম্বরম স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।
রবিবার দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দ্যেশ্যে যাত্রা করে বাংলাদেশ ক্রিকেট দল। সন্ধ্যার আগেই তারা পৌঁছে যান চেন্নাইয়ের টিম হোটেলে। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছার পর ক্রিকেটারদের সবাইকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।
২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ক’দিন আগেই পাকিস্তানের মাটি থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে ফিরেছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে এই সফরেও একই লক্ষ্যের কথা বলে গেছেন ক্রিকেটাররা।
বিমানবন্দরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য প্রক্রিয়া গুরুত্বপূর্ণ... আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি কি না। আমাদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব।’ তবে কাজটা যে চ্যালেঞ্জিং, সেটাও উল্লেখ করেছেন শান্ত।
টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।