ভাইরাসে আক্রান্ত রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে আল নাসরের হয়ে এই মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচটা খেলা হবে না তার।

এএফসি চ্যাম্পিয়নস লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ইরাকের ক্লাব আল শর্তার মুখোমুখি হবে আল নাসর। বাগদাদের আল-মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। নিশ্চিতভাবেই এই ম্যাচে ইরাকের ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে ছিলেন রোনালদো।

কিন্তু আল নাসর তাদের অধিনায়ককে ছাড়াই এশিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে মৌসুমের প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে।

রোনালদোর অসুস্থতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আল নাসরের অধিনায়ক রোনালদো আজ সুস্থ বোধ করছেন না এবং ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। দলের চিকিৎসক নিশ্চিত করেছেন যে তাকে বিশ্রাম নিতে হবে এবং নিজের বাড়িতে থাকতে হবে। ফলে দলের সঙ্গে আজ ইরাক সফরে যাবেন না তিনি। আমরা আমাদের অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করি।’

ক’দিন আগেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে ৯০০ গোলের মাইলফলকও পেরিয়েছেন রোনালদো।