ছবিতে চেন্নাইয়ে টাইগারদের প্রথম দিনের অনুশীলন
ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে রবিবার চেন্নাই পাড়ি জমায় বাংলাদেশ ক্রিকেট দল। এই শহরের ভেন্যু এম চিদাম্বরম স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। সেই ম্যাচকে সামনে রেখে সোমবার ম্যাচ ভেন্যুতে প্রথমবার অনুশীলন করেছে নাজমুল হোসেন শান্তরা।
ছবিতে দেখে নেওয়া যাক শান্ত-লিটন-মুশফিকদের চেন্নাইয়ে প্রথম দিনের অনুশীলন কেমন ছিল-
পাকিস্তান সফরে অভাবনীয় সাফল্যের পরও বাংলাদেশ দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আস্থা রেখেছে এই শ্রীলঙ্কানের ওপরই। দল নিয়ে তাই ভারতে গেছেন হাথুরুসিংহেই। চেন্নাইয়ে শিষ্যদের অনুশীলন করিয়েছেন তিনি বেশ মনোযোগের সঙ্গেই।
অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম পাকিস্তান সফরে ছিলেন দারুণ সফল। ভারত সিরিজেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। বরাবরেই মতো অনুশীলনে মুশফিক ছিলেন বেশ সিরিয়াস।
পাকিস্তানের বিপক্ষে ২-০ তে জেতা সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ভারত সিরিজের অনুশীলনে ফের ফুরফুরে তিনি।
গতির ঝড় তুলতে চান হাসান মাহমুদ। ছবি যেন সেই কথাই বলছে।
চোটের কারণে পাকিস্তান সিরিজে খেলা হয়নি মাহমুদুল হাসান জয়ের। ভারতের বিপক্ষে খেলা হবে তো? অনুশীলনে অবশ্য বেশ নির্ভারই ছিলেন তিনি।
ছবি ক্রেডিট: তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন