সার্চ কমিটির সদস্য বুলবুলকে শোকজ
ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে গত মাসের শেষ দিকে একটি সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যে কমিটির কাজ ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা।
কিন্তু এই কমিটির একজন সদস্য হয়েও কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল সম্প্রতি একটি ফেডারেশনের নির্বাচনি সভায় অংশ নেন। বিষয়টি ভালোভাবে নেয়নি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাই তো আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বুলবুলের কাছে ব্যাখ্যা তলব করেছে মন্ত্রণালয়। তিন কার্যদিবসের মধ্যে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।