প্রতিপক্ষকে ৯ গোল দিয়ে বায়ার্নের একগাদা রেকর্ড

৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেই দুই মিনিটে দুটি গোল পরিশোধ করে দারুণভাবে ফেরার ইঙ্গিত দিয়েছিল দিনামো জাগরেব। তবে এরপরই বায়ার্ন মিউনিখের নিষ্ঠুর আক্রমণে তাদের সে আশা হারিয়ে গেল হতাশার অতলে।

জার্মানির আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে দুর্দান্ত বায়ার্নের কাছে ৯-২ ব্যবধানে হেরেছে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেব।

এর ফলে লিগের পর এবার চ্যাম্পিয়নস লিগেও দারুণ সূচনা হয়েছে ভিনসেন্ট কোম্পানির হাত ধরে নতুন দিনের স্বপ্ন দেখা বাভারিয়ান ক্লাবটির।

ম্যাচে একাই চার গোল করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। এছাড়া দুটি গোল করেন ক্রিস্টাল প্যালেস থেকে এই গ্রীষ্মে বায়ার্নে যোগ দেওয়া কেইনের জাতীয় দলের সতীর্থ মাইকেল অলিস। বাকি তিনটি গোল করেন রাফায়েল গেররেইরো, লেরয় জানে ও লেয়ন গোরেটস্কা।

অনদিকে, জাগরেবের হয়ে গোলদুটি করেন ক্রোয়াট ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ ও জাপানের ডিফেন্ডার তাকুইয়া ওগিওয়ারা।

বিশাল এই জয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করার অনন্য কীর্তি গড়ল বায়ার্ন।

এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোলও হয়েছে এই ম্যাচে। ২০১৬ সালের ২২ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে বরুশিয়া ডর্টমুন্ড। পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশকে ৮-৪ ব্যবধানে হারানো তাদের ওই ম্যাচটিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের ম্যাচ।

এছাড়া চার গোলে এদিন চ্যাম্পিয়ন্স লিগে হ্যারি কেইনের গোলসংখ্যা হয়েছে মোট ৩৩টি। ৪৫ মাচ খেলে এই গোলগুলি করেছেন এই ফরোয়ার্ড। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন তারই ইংল্যান্ড সতীর্থ ওয়েইন রুনিকে (৩০)। ফলে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ইংলিশ ফুটবলার এখন কেইন।

২০২৩ সালের গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৫৩ গোল করলেন কেইন, যার ১২টি চ্যাম্পিন্স লিগে।

শুধু তা-ই নয়, চলতি মৌসুমে বায়ার্নের জার্সিতে ছয় ম্যাচে আটটি গোল করলেন ৩১ বছর বয়সী এই ইংলিশ তারকা। আর জাতীয় দল ও ক্লাব মিলিয়ে গত তিন ম্যাচে তার গোলসংখ্যা ৯টি।

গত সপ্তাহে ইংল্যান্ডের জার্সিতে শততম ম্যাচে দুই গোল করার পর বুন্দেসলিগায় হোলস্টাইন কিয়েলের বিপক্ষে হ্যাটট্রিক করেন কেইন। তার ঠিক পরের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে চার গোল পেলেন এই তারকা স্ট্রাইকার।

এছাড়া ম্যাচের ৬৮তম মিনিটে মাঠে নেমেই চ্যাম্পিয়ন্স লিগে বিরল এক কীর্তি গড়েন থমাস মুলার। এই ম্যাচ দিয়ে ইউরোপসেরার এই আসরে ১৫২তম মাচে মাঠে নামেন ৩৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর ফলে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার শাভি এরনান্দেসকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন তিনি।