ম্যানসিটির হতাশার রাতে ভাগ্যের জোরে জিতল পিএসজি

ম্যানসিটির হতাশার রাতে ভাগ্যের জোরে জিতল পিএসজি

ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। গোল মেশিন নামে খ্যাত আর্লিং হাল্যান্ডও ছিলেন নিস্প্রভ। আরেক খেলায় শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জিরোনার সঙ্গে ১-০ ব্যবধানে জিতেছে পিএসজি।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখেছিল ম্যানসিটি। ২২ শটের ভেতর পাঁচটি ছিল লক্ষ্য বরাবর। অপরদিকে, ইন্টার ১৩ শটের ভেতর চারটি লক্ষ্যে রাখতে পেরেছিল।

খেলা শেষে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস এক সাক্ষাৎকারে বলেন, খুব শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মারাত্মক খেলা ছিল। আমরা জানতাম সামনে কী আসছে। তারাও একটি শীর্ষ দল, জিততে অভ্যস্ত। আমরা জানতাম কাজটা সহজ হবে না। শেষ পর্যন্ত আমি মনে করি দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আমরা গোলের খুব কাছাকাছি ছিলাম।

এদিকে পার্ক দে প্রিন্সেসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে পাওলো গাজানিগা নিজেদের জালে বল জড়িয়ে দেওয়ায় জয় পায় পিএসজি। দলটি এক চেটিয়া খেলে প্রায় ৬৪ শতাংশ সময় বলের দখল রাখলেও গোলের দেখা পাচ্ছিল না । 

আরেক ম্যাচে স্লোভান ব্রাতিসলাভাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেল্টিক। ক্লাব ব্রাগের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।