পরপারে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বিমল কর

বিমল কর।

না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বিমল কর। ৮৯ বছর বয়সে বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, পুত্রবধূ, তিন জামাতা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৩৭ সালের ৯ জুন ফেনী জেলার পরশুরাম গ্রামে জন্ম বিমল করের। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি।

স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেওয়ার আগে ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন। স্বাধীনতার পর ঢাকার আজাদ স্পোর্টিং, ভিক্টোরিয়া, মোহামেডান, পিডিবি, রেলওয়ে, কাষ্টমস এবং চট্টগ্রামের প্রথম সারির বিভিন্ন দলে ফুটবল খেলেন।

একটা সময় তিনি নিজের শহর চট্টগ্রামে ফিরে যান। জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন সেখানেই।