চেন্নাইয়ে বাংলাদেশি বোলারদের জয়জয়কার
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দাপট ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ৩ উইকেট শিকার করেছে টাইগার বোলাররা। ফলে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে চা বিরতিতে যায় স্বাগতিক ভারত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুরু টেস্টের প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ তুলতে পেরেছিল ভারত। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৫ ওভার। এই সময়েও ঠিক ৮৮ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল।
প্রথম সেশনে ভারতের ৩টি উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। লাঞ্চের পর প্রথম শিকারটা তিনিই ধরেন। ৩৯ রান করা রিশভ পন্তকে ফিরিয়ে দলকে এনে দেন ব্রেক থ্রু। তাতে যশ্বসী জয়সওয়ালের সঙ্গে পন্তের ৬২ রানের জুটির পতন হয়।
এরপর জয়সওয়াল ও লোকেশ রাহুল পঞ্চম উইকেটে ৪৮ রান যোগ করেন। কিন্তু ফিফটি তুলে নেওয়ার পরই জয়সওয়ালকে ফিরতে হয় নাহিদ রানার শিকার হয়ে।
১১৮ বলে ৯ চারে ৫৬ রান করেন জয়সওয়াল। তার বিদায়ে ১৪৪ রানে ৫ উইকেটে পরিণত হয় ভারত। ঠিক পরের ওভারেই আর কোনো রান যোগ না হতেই ফেরেন লোকেশ রাহুল। ৫২ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হয়েছেন তিনি।
এর আগে প্রথম সেশনে হাসান মাহমুদ তুলে নেন রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলিকে।
সব মিলিয়ে এখন পর্যন্ত চেন্নাইয়ে বাংলাদেশি বোলারদের জয়জয়কার।