ভিয়েতনামে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ

ভিয়েতনামে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ গ্রুপের খেলা ভিয়েতনামে অনুষ্ঠিত হবে আগামী ২১-২৯ সেপ্টেম্বর। সে উপলক্ষ্যে বাংলাদেশ দল গতকাল (বুধবার) রাতে চীনের গুয়াংজু হয়ে দুপুরে ভিয়েতনামে পৌঁছায়। ঘণ্টা কয়েক বিশ্রাম নিয়ে সন্ধ্যায় অনুশীলন করে তারা। গ্রুপ-‘এ’তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম অ-২০ জাতীয় ফুটবল দল। 

ভিয়েতনামের স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছায় বাংলাদেশ দল। পরবর্তীতে তারা বাসযোগে হ্যানয় থেকে হাইপং সিটির উদ্দেশ্যে যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল হাইপং শহরের দ্য শিনে হোটেলে উঠেছে। ভিয়েতনাম সময় সন্ধ্যা ৭টা থেকে পৌনে ৮টায় অনুশীলন করে বাংলাদেশ দল। ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে এক ঘণ্টা এগিয়ে। দেশটিতে আজকের আবহাওয়া মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি ছিল বলে জানা যায়। 

এদিকে, বাংলাদেশ অ-১৭ দল সাফের টুর্নামেন্ট খেলতে বর্তমানে ভুটানে অবস্থান করছে। আগামীকাল সাফ অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই দলের কোচ হিসেবে আছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।