১৪৯ রানে অলআউট বাংলাদেশ

স্রোতের বিপরীতে একা লড়াই করছিলেন মেহেদী হাসান মিরাজ।

চেন্নাই টেস্টে ভারতের প্রথম ইনিংসে করা ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। অর্থাৎ ২২৭ রানের লিড পেয়েছে স্বাগতিক ভারত।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে অলআউট হয় বাংলাদেশ। স্রোতের বিপরীতে একা লড়াই করছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু অন্য প্রান্ত থেকে সেভাবে সহায়তা পাননি। ২৭ রানে অপরাজিত থেকে গেছেন তিনি।

বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রানটা সাকিব আল হাসানের। ৬৪ বলে ৫ চারে ৩২ রান করেন তিনি।

৪ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার জাসপ্রিত বুমরাহ। অন্য দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও আকাশ দ্বীপ নিয়েছেন ২টি করে উইকেট। রবীন্দ্র জাদেজা নেন ২ উইকেট।

আগের দিনের ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে নতুন দিন শুরু করেছিল ভারত। দিনের প্রথম সেশনেই তাদের দ্রুত অলআউট করতে পেরেছিল বাংলাদেশ।

আগের দিন ৪ শিকার ধরা হাসান মাহমুদ এদিন আরও এক উইকেট তুলে নেন। সুবাদে টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বার ৫ উইকেটের স্বাদ পান তিনি। কিন্তু হাসানের এই কীর্তি ম্লান ব্যাটারদের ব্যর্থতায়।

বাংলাদেশকে ফলো অন করানোর সুযোগ থাকলেও ভারত সেটা করেনি। নিজেরাই তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছেন।