২৮০ রানের বড় হার বাংলাদেশের
পরাজয়টা অনুমিতই ছিল বাংলাদেশের। কৌতুহল ছিল নাজমুল হোসেন শান্তরা পরাজয়ের ব্যবধান কতটা কমাতে পারে, সে নিয়ে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা শেষ পর্যন্ত ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা।
ভারতের বিপক্ষে রানের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হারায় পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেছে বাংলাদেশ। আর ভারত দারুণ এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে।
৪ উইকেটে ১৫৮ রান নিয়ে রবিবার ম্যাচের চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। যদিও পুরো দুই দিন হাতে ছিল। কিন্তু ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশকে পাড়ি দিতে হতো আরও ৩৫৭ রানের বিশাল পথ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১২৭ বলে ৮২ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২৩৪ রান করতে পারে টাইগাররা।
ব্যাট হাতে ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা (১১৩ রান) রবিচন্দ্রন অশ্বিন বল হাতে দ্বিতীয় ইনিংসে ৬ শিকার ধরেন। আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে তিনিও ৮৬ রানের ইনিংস খেলেছিলেন। চাপের মুখে অশ্বিনের সঙ্গে গড়েছেন দারুণ এক জুটি। জাসপ্রিত বুমরাহর শিকার ১টি।
প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৪৯ রানে। এরপর ভারত ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করলে ৫১৫ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। টেস্ট ইতিহাসেই এত বড় রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কারও। বাংলাদেশও পারেনি।