কড়া নিরাপত্তায় কানপুর পৌঁছেছে টাইগাররা
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে চেন্নাই থেকে কানপুরে পাড়ি জমায় নাজমুল হোসেন শান্তরা।
কড়া নিরাপত্তায় বাংলাদেশ দলকে কানপুরে নিয়ে যাওয়া হয়। কারণ এই টেস্ট সামনে রেখে হুমকি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা।
ভারতের ধর্মীয় সংগঠনটির দাবি, গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। প্রতিবাদে তারা কানপুরে দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হতে দিতে চায় না।
গতকাল সোমবার গ্রিন পার্কের রাস্তা বন্ধ করে যজ্ঞ (আগুন জ্বালিয়ে বিশেষ রীতি) করে হিন্দু মহাসভা। এই সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে অবশ্য এফআইআর দায়ের করেছে পুলিশ।
কানপুরে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার থেকে। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট ২৮০ রানে হেরেছে সফরকারীরা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত।
টেস্ট সিরিজ শেষে ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।