টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায়ের ঘোষণা সাকিবের

সাকিব আল হাসান।

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে দুই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন সাকিব আল হাসান। এই ফরম্যাট দুটি হচ্ছে- টেস্ট ও টি-টোয়েন্টি।

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

সাকিব বলেছেন, আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে শেষ টেস্ট খেলবেন তিনি। তবে শেষ টি-টোয়েন্টি তিনি এরই মধ্যে খেলে ফেলেছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই তার শেষ টি-টোয়েন্টি ছিল বলে ঘোষণা দিয়েছেন তিনি।

অর্থাৎ সাকিবকে আগামীতে কেবল মাত্র ওয়ানডেতে লাল-সবুজ জার্সিতে দেখা যাবে।