সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি

‘নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’ সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি সভাপতির কথায়, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই (সাকিব) এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না।’

ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরু একদিন আগে আজ (বৃহস্পতিবার) টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন সাকিব। বলেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। আর আগামী মাসে ঘরের মাঠ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ খেলতে চান।

কিন্তু ঘরের মাঠে খেলতে সাকিবের চাই প্রয়োজনীয় নিরাপত্তা। কারণ গত জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এতে সংসদ সদস্য পদ যায় সাকিবের। এমনকি তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের হয়েছে।

সব মিলিয়ে দেশে সাকিবের জন্য পরিবেশটা আর অনুকূলে নেই। রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এখন খেলার জন্য ফিরলেও রাজনৈতিক কারণে তাকে ঝামেলায় পড়তে হতে পারে।

তাই তো সাকিব বলেছেন, যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, তাহলে শেষ টেস্টটা তিনি দেশের মাটিতে খেলতে চান। কিন্তু সাকিবের নিরাপত্তা ইস্যুতে বিসিবি সভাপতি বলছেন, ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র‍্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’

তবে ফারুক এও বলেছেন, ‘সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না।’