ভারতীয়দের বিরুদ্ধে ‘টাইগার রবি’কে মারধরের অভিযোগ

কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে গ্যালারিতে ভারতীয় দর্শকদের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ এনেছেন রবি নামের একজন বাংলাদেশি দর্শক। যিনি ‘টাইগার রবি’ নামেই বেশি পরিচিত।

বাংলাদেশ দল যেখানেই খেলুক, বাঘের গায়ের রঙে তৈরি পোশাক পরে ‘টাইগার রবি’ গ্যালারিতে থাকেন। বাংলাদেশ দলকে উৎসাহিত করেন। কানপুরেও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু শুক্রবার শুরু হওয়া টেস্টে তাকে আহত হয়ে মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে।

কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশরাই রবিকে হাসপাতালে নিয়ে গেছেন। রবি অভিযোগ করেছেন ভারতীয় দর্শকেরা তাকে মারধর করেছেন।

পুলিশ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি। তিনি দাবি করেছেন তাকে হেনস্তা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এর আগে চেন্নাইয়ে প্রথম টেস্ট চলাকালেও বাংলাদেশি দর্শকদের হেনস্তার অভিযোগ উঠেছিল ভারতীয়দের বিপক্ষে।