বৃষ্টিতে ৩৫ ওভারেই শেষ প্রথম দিনের খেলা

বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ হয়ে গেছে।

শুক্রবার শুরু হওয়া টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এই সময়ে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ।

প্রথম সেশনে ২ উইকেটে ৭৪ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশন শুরু হওয়ার পর এক পর্যায়ে আলোক স্বল্পতায় খেলা থেমে যায়। পরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। তারপর বৃষ্টি বাড়তে থাকে এবং অন্ধকার পরিবেশ হওয়ার ফলে দিনের খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে মাত্র ৯ ওভার।

এদিন ২৯ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশের হয়ে লড়াই করেছেন মুমিনুল হক। প্রথম দিনের খেলার শেষে ৪০ রানে অপরাজিত রয়েছেন তিনি। অন্য প্রান্তে ৬ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

ভারতের পক্ষে প্রথম সেশনেই ২ উইকেট নেন পেসার আকাশ দীপ। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামকে ফেরান তিনি। জাকির ২৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। সাদমান ৩৬ বলে ২৪ রান করে আউট হন।

অন্য উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। লাঞ্চের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ব্যক্তিগত ৩১ রানে ফেরান তিনি।