বাইশ গজে ১২ বলে ঝড় তুললেন সাব্বির

বাইশ গজে ১২ বলে ঝড় তুললেন সাব্বির

জাতীয় দলে লম্বা সময় ধরেই সাব্বির রহমান অনুপস্থিত। গণমাধ্যমেও তাকে নিয়ে আগের মতো আলোচনা নেই। জিম আফ্রো টি-১০ লিগে ব্যাট হাতে ঝড় তুলে তিনি আবারো খবরে এলেন।

হারারে বোল্টসের হয়ে খেলা সাব্বির ব্যাট হাতে ১২ বলে ৫ ছক্কায় ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ডানহাতি ব্যাটারের শেষদিকের ঝড়ে দলের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১২১ রান।

স্কোরবোর্ডে বড় রান এলেও অবশ্য সেটি যথেষ্ট প্রমাণিত হয়নি। ৪ উইকেট হাতে রেখে শেষ বলে জয় নিশ্চিত করে বাংলা টাইগার্স। অধিনায়ক সিকান্দার রাজা ১০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের ইনিংসে দলের জয়ে ভূমিকা রাখেন।

৭ ম্যাচের ৫টিতে জিতে কোয়ালিফায়ারের টিকিট আগেই কেটেছে সাব্বিরের দল। আজ আবারো বাংলা টাইগার্সের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে হারারে বোল্টস। 

টুর্নামেন্টে বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সের হয়ে খেলেছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক বিজয়। লেগ স্পিনার রিশাদ হোসেনকে ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছিল হারারে বোল্টস। যদিও তিনি এবারের আসরে নেই।