বৃষ্টিতে ভেসে গেল কানপুর টেস্টের দ্বিতীয় দিন

ভারত ও বাংলাদেশের মধ্যকার কানপুর টেস্টের দ্বিতীয় দিন পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। শনিবার একটি বলও মাঠে গড়াতে পারেনি।

এদিন পরিস্থিতি এমন ছিল যে, এক পর্যায়ে স্টেডিয়াম ছেড়ে টিম হোটেলে ফিরে যায় দুই দল। তবে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার ঘোষণা আসে আরও পরে।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট নাগাদ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

শুক্রবার ম্যাচের প্রথম দিনে বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে মাত্র ৩৫ ওভার খেলা হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩ উইকেটে ১০৭ রান তুলে দিন শেষ করে।

বাংলাদেশের পক্ষে ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে আউট হন। দিন শেষে ৭ চারে মুমিনুল হক ৪০ এবং ১ চারে মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত ছিলেন।

ভারতের আকাশ ৩৪ রানে ২ এবং অশ্বিন ২২ রানে ১ উইকেট নেন।

দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত।