পাকিস্তানকে রুখে ফাইনালে বাংলাদেশ
প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
থিম্পুর চাংলিমিথ্যাং স্টেডিয়ামে শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
ম্যাচে বাংলাদেশের পরাজয়ই লেখা হয়ে গিয়েছিল বলা চলে। ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় যোগ করা সময়ে গোল করে (২-২) ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় সাইফুল বারী টিটুর দল।
টাইব্রেকারে দুই দলই সমানে সমানে লড়ছিল। ৫টি করে শট শেষে উভয় দলই ছিল শতভাগ সফল। ৫-৫ হওয়া খেলা গড়ায় সাডেন ডেথে। শেষ পর্যন্ত ৮(২)– ৭(২) ব্যবধানের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
৭৩ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। বদলি নামা মোহাম্মদ মানিক ৭৪ মিনিটে ব্যবধান কমান। এরপর ৭ মিনিটের যোগ করা সময়ে মানিকই স্কোরলাইন ২-২ করেছেন।
টাইব্রেকারে উভয় দলের খেলোয়াড়রাই ৭টি করে শটেই গোল করেন। কিন্তু অস্টম শটে গিয়ে পারেননি পাকিস্তানের আব্দুল ঘানি। তার শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। পরে আশিকুর রহমান গোল করলে ফাইনালের টিকেট পায় বাংলাদেশ।
একই দিন অন্য সেমিফাইনালে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে ভারত। আগামী সোমবার বাংলাদেশ ও ভারত শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে।