চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ভারতের

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ভারতের

কানপুরে টেস্ট সিরিজের পর বাংলাদেশ বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ভারত।

ঘোষিত দলে দীর্ঘ দিন পরে ডাক পেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়া প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব।

এদিকে সূর্যকুমার যাদবের চোট নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল যে তিনি বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন কিনা। তবে সব শঙ্কা দূর করে আবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। 

এছাড়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তরুণ প্রজন্মের উপর ভরসা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব বাদে সেভাবে কোনও সিনিয়র ক্রিকেটারকে রাখা হয়নি স্কোয়াডে।

ভারতীয় দলের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।