ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপেই তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারনী ম্যাচে ২-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর দল।

প্রথমার্ধে বাংলাদেশ প্রতিপক্ষকে রুখে দিতে পারলেও দ্বিতীয়ার্ধে পারেনি। ৫৮ মিনিটে প্রথমবার এগিয়ে যায় ভারত। মাতের নেওয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেডে দুর্দান্ত এক গোল করেন মোহাম্মদ কাইফ। যোগ করা সময়ে ডি-বক্সের মুখ থেকে দেখার মতো আরও একটি গোল উপহার দেন মোহাম্মদ আরবাস।

অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে সাফের এই প্রতিযোগিতা এনিয়ে দুইবার আয়োজিত হলো। দুইবারই চ্যাম্পিয়ন হলো ভারত। আর বাংলাদেশ এবারই প্রথম রানার্সআপ হলো।

এর আগে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় একবার করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।