বাংলাদেশ ১৪৬ রানে অলআউট, ভারতের লক্ষ্য ৯৫

কানপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৪৬ রানে। সুবাদে এই ম্যাচ জেতার জন্য ৯৫ রানের লক্ষ্য পেয়েছে স্বাগতিক ভারত।

২ উইকেটে ২৬ রান নিয়ে মঙ্গলবার (১ অক্টোবর) নতুন দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। বাকি ৮ উইকেট হারিয়ে এদিন আর ১২০ রান যোগ করতে পেরেছে তারা।

যদিও শুরুর দিকে লড়াইয়ের বার্তা দিচ্ছিল সফরকারীরা। ৩ উইকেটে ৯১ রান পর্যন্ত যেতে পেরেছিল। কিন্তু সেখান থেকে ৫৫ রান যোগ করতে বাকি ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় শান্তরা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০১ বলে ৫০ রানের ইনিংস খেলেন সাদমান ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ বলে ৩৭ রান করেন মুশফিকুর রহিম।

ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন। অন্য উইকেটটি নেন আকাশ দ্বীপ।

এই ম্যাচের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন পুরোপুরি ভেস্তে যায়। এরপরও আড়াই দিনের কম আয়ুর ম্যাচটিতে জয়ের পথে ভারত।

নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ রান করেছিল। বিপরীতে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেছিল ভারত।