নিয়াজের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়
ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেছেন দাবাড়ু মনন রেজা নীড়। বাংলাদেশের দাবাড়ুদের মধ্যে সবচেয়ে কম বয়সে এই কৃতিত্ব দেখালেন তিনি।
১৪ বছর ৩ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন নীড়। এর আগে ১৫ বছর ৫ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন দেশের দাবার কিংবদন্তি নিয়াজ মোর্শেদ।
বর্তমানে দেশের জাতীয় চ্যাম্পিয়নও নীড়। এখন তিনি হাঙ্গেরির বুদাপেস্টে চলমান গ্র্যান্ডমাস্টার 'এ' প্রতিযোগিতায় খেলছেন।
গতকাল শুক্রবার রাতে নয় রাউন্ডের এই প্রতিযোগিতার আট রাউন্ড শেষে ৬ পয়েন্ট অর্জন করেছেন নীড়। অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার সাম্বিত পান্ডাকে হারিয়েছেন তিনি।
এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাস্টারের তৃতীয় নর্ম পান তিনি। সেই সঙ্গে তার রেটিং দাঁড়িয়েছে ২৪১৯।
নীড়কে নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা এখন ৫ জনে। অন্যরা হলেন- জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন ও ফাহাদ রহমান।
ফাহাদ ইতোমধ্যে একটি জিএম নর্ম পেয়েছেন। তিনিও হাঙ্গেরির এই প্রতিযোগিতায় খেলছেন।
নীড়ের জিএমন নর্ম পাওয়ারও সুযোগ আছে এই প্রতিযোগিতায়। শেষ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষকে হারাতে পারলে তিনটি জিএম নর্মের প্রথমটি অর্জন করবেন তিনি।