ইংল্যান্ডকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১১৯
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ১১৯ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড।
শনিবার শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি দলটি।
ওপেনার ড্যানিয়েল ওয়াট সর্বোচ্চ ৪০ বলে ৪১ ও আরেক ওপেনার মাইয়া বৌচিয়ার ১৮ বলে ২৩ রান করেন। বাকিদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল উইকেটকিপার অমি জোনস। ১৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন তিনি।
বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের স্মরণীয় জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ দশ বছর পর জয়ের স্বাদ পায় বাংলাদেশের মেয়েরা।
এর আগে ২০১৪ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বশেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশ নারী দল। ইংল্যান্ডের বিপক্ষে জয় প্রত্যাশা তাদের।
ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে হওয়া ওই তিন ম্যাচই জিতেছিল ইংল্যান্ড।