ইংল্যান্ডের বিপক্ষে ২১ রানে হারল জ্যোতিরা

ছবি: আইসিসি

বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে অল্প রানে থামাতে পারলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ব্যাটাররা। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফের ইংল্যান্ডের বিপক্ষে পরাজয় বরণ করতে হলো বাংলাদেশের মেয়েদের।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা।

১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ৯৭ রান করতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। এনিয়ে বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে চার বারের দেখায় সবগুলোতে হারল তারা।

বাংলাদেশের পক্ষে ক্যারিয়ারসেরা ৪৪ রানের ইনিংস খেলেছেন সোবহানা মোস্তারি। ৪৮ বলে ১টি করে ছয় ও চারে এই ইনিংস সাজান তিনি। কিন্তু বৃথা গেছে তার এই ইনিংস।

সোবহানা ছাড়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই অঙ্গ ছুঁতে পেরেছেন মাত্র একজন। তিনি অধিনায়ক জ্যোতি। ২০ বলে ২ চারে ১৫ রান করেন তিনি।

ইংলিশ মেয়েদের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন লিনসে স্মিথ ও শার্লট ডিন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশদের পক্ষে ওপেনার ড্যানিয়েল ওয়াট সর্বোচ্চ ৪০ বলে ৪১ ও আরেক ওপেনার মাইয়া বৌচিয়ার ১৮ বলে ২৩ রান করেন। বাকিদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল উইকেটকিপার অমি জোনস। ১৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন তিনি। সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানের পুঁজি গড়ে দলটি।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন।

স্কটল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের মিশন শুরু করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ১০ বছর পর ধরা দিয়েছিল সেই জয়। তবে দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের স্বাদ পেতে হলো জ্যোতিদের।

গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।