ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচ দিয়ে অভিষেক হলো সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের।

ভারত ও বাংলাদেশের মধ্যে এটি ১৫তম টি–টোয়েন্টি ম্যাচ। আগের ১৪ দেখায় ১৩টিতেই জিতেছে ভারত। বাংলাদেশের জয় মাত্র একটিতে। তবে সেটা ভারতের মাটিতে, ২০১৯ সালে।

ভারতের এই দলটি একেবারেই তারুণ্য নির্ভর। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে এদিন অভিষেক হয়েছে পেসার মায়াঙ্ক যাদব ও মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ কুমারের। বাংলাদেশের হয়ে এক বছর পর সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।