টি-টোয়েন্টিতে সেই ছন্নছাড়া ব্যাটিং
টি-টোয়েন্টি ক্রিকেটটা কিছুতেই রপ্ত করা হচ্ছে না বাংলাদেশের। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেখানে চার-ছক্কার জোয়ার, হাই-স্কোরিং ম্যাচ, বাংলাদেশের বেলায় সেটা একেবারেই ব্যতিক্রম। টি-টোয়েন্টির বাংলাদেশ মানেই ছন্নছাড়া ব্যাটিং।
রবিবার (৬ অক্টোবর) ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও যে চিত্রটা বদলায়নি। গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ১২৭ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।
লিটন দাসকে দিয়ে প্রথম ওভার থেকেই বাংলাদেশের উইকেট পতনের শুরু। যা রুখা যায়নি। নিয়মিত বিরতিতেই সফরকারীরা উইকেট হারিয়েছে। কেবল মাত্র মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা লড়াই করেছেন।
শান্ত একটি করে চার ও ছক্কায় ২৫ বলে ২৭ রান করেন। মিরাজ ৩২ বলে ৩ চারে ৩৫ রানে অপরাজিত ছিলেন। ভারতের পক্ষে আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন।