সাকিবের দেশ থেকে অবসর প্রসঙ্গে নতুন করে যা জানালেন বিসিবি সভাপতি

সাকিবের দেশ থেকে অবসর প্রসঙ্গে নতুন করে যা জানালেন বিসিবি সভাপতি

সাকিব আল হাসানের স্বপ্ন পূরণ হচ্ছে কী তাহলে? ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সমর্থকদের উদ্দেশে হাত নাড়িয়ে তিনি কী টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন? কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বিশ্বসেরা এ অলরাউন্ডার সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন আগেই। এবার টেস্টকে বিদায় জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সাকিব এটাও বলেছিলেন দেশের মাটিতে জীবনের শেষ টেস্ট খেলতে চান। এ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কেননা সাকিব যেদিন অবসরের পর পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবের নিরাপত্তা তারা দিতে পারবেন না। এ দায়িত্ব সরকারের।

ভারত সিরিজ শেষে সাকিব এখন যুক্তরাষ্ট্রে টি-টেন লিগ খেলছেন। তবে এখনও তাকে নিয়ে কোনও সিদ্ধান্ত আসেনি সরকারের পক্ষ থেকে। তবে বিসিবি থেকে আগের সুর বদলে এসেছে ভিন্ন সুরের কথা। আজ বিসিবির ১৪তম বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সভাপতি ফারুক আহমেদ। এ সময় উঠে আসে সাকিবের ঘরের মাটিতে শেষ টেস্ট খেলে অবসর নেওয়ার প্রসঙ্গ। এ ইস্যুতে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার।’

আওয়ামী লীগের মাগুরা আসনের এমপি ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে রাজনৈতিক পট পরিবর্তনে তার নামে হত্যা মামলা হয়েছে। যার জন্য কানপুর টেস্টে অবসর সময় ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে দেশে আসতে এবং দেশ ত্যাগের জন্য নিরাপত্তা চেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘লিগ্যালটা তো আমি বলতে পারবো না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারবো।’