টি-টোয়েন্টিকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ ম্যাচটিই এই ফরম্যাটে তার শেষ ম্যাচ হয়ে থাকবে।
আগামীকাল বুধবার দিল্লিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তার আগে আজ মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন মাহমদুউল্লাহ। এই সংবাদ সম্মেলনেই তিনি জানিয়েছেন, আগামী ১২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিই হতে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
৩৯ ছুঁই ছুঁই মাহমুদউল্লাহ যে আজ অবসরের ঘোষণা দেবেন, এটা জানা গিয়েছিল আগেই। হয়েছেও তাই। সংবাদসম্মেলনে অবসরের ঘোষণা দিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি।’
মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’
২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিও ছাড়তে যাচ্ছেন। তবে ওয়ানডে যে চালিয়ে যাবেন, সেটা তার আজকের বিদায়ী ঘোষণাতেই বলেছেন।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথ চলা শুরু হয় মাহমুদউল্লাহর। এখন পর্যন্ত ১২৯ ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড তার। সবচেয়ে বেশি ৪৩ টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি।