অভিষিক্ত নীতিশ রেড্ডির ব্যাটিং তাণ্ডবে ভারতের রানের পাহাড়

প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশি বোলারদের পিটিয়ে তুলোধুনা করেছে ভারতের ব্যাটাররা। রিংকু সিং ও অভিষিক্ত নীতিশ রেড্ডির ১০৮ রানের জুটিতে ভর করে টাইগারদের পাহাড়সম লক্ষ্য দিয়েছে ভারত।

মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

এদিন ভারতের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় নীতিশ রেড্ডির। প্রথম ম্যাচেই ৩৪ বলে ৭টি ছক্কা ও চারটি চারের সাহায্যে ইনিংস-সর্বোচ্চ ৭৪ রান করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। ২১ বছর ১৩৬ দিন বয়সে অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করা চতুর্থ সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার তিনি।

এছাড়া রিংকু সিং ২৯ বলে তিনটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৫৩ এবং দুটি করে ছক্কা-চারে ১৯ বলে ৩২ রান করেন হার্দিক পান্ডিয়া।

শেষের দিকে বাংলাদেশি বোলাররা বেশ কয়েকটি উইকেট তুলে নিলে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২১ রান করে থামে ভারত।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। তিনটি উইকেটই তিনি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। এছাড়া দুটি করে উইকেট গিয়েছে তাসকিন, তানজিম ও মোস্তাফিজুরের ঝুলিতে।